মাধবপুরে সরকারি বরাদ্দের তোয়াক্কা না করে খেলার মাঠ তৈরি করলেন যুবকরা

  ঢাকা ব্যুরো নাহিদা আক্তার পপি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা পালপাড়া গ্রামটিতে ছিলো না কোনো রকমের খেলার মাঠ।তবে হরিশ্যামা হাওরে বিগত অনেক বছর ধরে সরকারি জমি পড়ে থাকায় সে জমিতে একটি খেলার মাঠ নির্মাণ করে দেওয়ার জন্য অনুরুধ জনান গ্রামটির যুবকরা স্হানীয় প্রতিনিধিগণদের নিকট।পরে তাদের শুধু আশা দেন,এভাবে বছরের পর বছর চলে গেলেও নির্মাণ করে দেন নি কর্তৃপক্ষরা খেলার মাঠ টি। পরে উক্ত গ্রামের যুব অর্জুন পাল ও দীপক পাল সহ তাদের নেতৃত্বে হরিশ্যামা পালপাড়া গ্রামের যুব ও ছোট ছেলেরা প্রায় ২০০জন মিলে একপর্যায়ে মাঠটিতে কাজ শুরু করেন।মাঠটির … Continue reading মাধবপুরে সরকারি বরাদ্দের তোয়াক্কা না করে খেলার মাঠ তৈরি করলেন যুবকরা